পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লেখা আহ্বান

ছবি
তুমি কি মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী? অথবা আপনি কি মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী? লেখালেখির অভ্যাস আছে? বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী তোমাদের  রচিত যেকোন ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, স্মৃতিকথা বা অন্য যেকোন বিষয়ভিত্তিক লেখা জমা দিতে পার প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিদ্যলয়ের সহকারী শিক্ষিকা মিসেস এরিকা চৌধুরী'র কাছে।  আর প্রাক্তন শিক্ষার্থীরা নিজের লেখা ইনবক্স করুন নিচের ফেসবুক আইডিতে- https://www.facebook.com/prabalbhowmik7777 অথবা মেইল করুন নিচের আইডিতে- alumnimphsblog@gmail.com আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার / আপনার লেখা প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক পেজ ও গ্রুপে প্রকাশ করতে। সুখি সুন্দর আগামীর প্রত্যাশায়।