স্বাধীনতার মাস মার্চ উদযাপন ও ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের পরিষদে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক স্বাধীনতার মাস মার্চ উদযাপন বিষয়ক এক প্রস্তুতি সভা ২/৩/২০১৮ রোজ শুক্রবার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তাছাড়া উক্ত সভায় ২০১৮ ব্যাচের সদ্য প্রাক্তন শিক্ষার্থীদের পরিষদে অন্তর্ভুক্তিকরন বিষয়ে আলোচনা করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক জনাব প্রবাল ভৌমিকের সঞ্চালনায় উক্ত সভায় ২০০৫ ব্যাচের জনাব রিয়াজ উদ্দিন, ২০০৬ ব্যাচের জনাব মাইনুল ইসলাম মিল্টন ও ফয়সাল আলম, ২০০৭ ব্যাচের জনাব শামসুল আরেফিন জনি, ২০১০ ব্যাচের জনাব জাফর ইকবাল নাহিদ, ২০১১ ব্যাচের জনাব শাখাওয়াত হোসেন, আজিম ও মোঃ ইব্রাহিম (টুটুল), ২০১২ ব্যাচের জনাব রাজীব পাল, মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ শাব্বীর হোসেন আরমান, ২০১৪ ব্যাচের জনাব জাবেদ ইকবাল শুভ, ২০১৭ ব্যাচের জনাব জাহেদ হাসান শাকিল, মেহেরুল আলম প্রান্ত, কমলেশ সিংহ রায়, তানভীর হোসেন তুহিন, আরিফুল ইসলাম খোকন, সুজন কুমার দাশ-সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় আসন্ন ২৬ মার্চ অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করার লক্ষ্যে আলোচনা করা হয় এবং মতামত গ্রহণ করা হয়। তাছাড়া, ...