পোস্টগুলি

জুলাই, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাহিত্য চর্চা

ছবি
মাষ্টার গিয়াস উদ্দিন  ব্যাচঃ ১৯৭৮ সাহিত্য ও সাংস্কৃতিক পরিচর্চার মাধ্যমে মানুষের সার্বিক মনমনসিকতায় উন্নত জীবনবোধ এবং সাবলীল নীতিনৈতিকতার মানবিক গুনাবলীর বিস্তার লাভ করে তা সবাই কমবেশি জানেন ও বোঝেন। কিন্তু জীবনে সেই আদিকাল থেকে সকল ছাত্রছাত্রী কিছু কিছু কবিতা, গল্প এবং উপন্যাস পড়লেও কলম হাতে কারো সৃজনশীলতা বিকাশ করার মতো সিংগভাগেরই নেই। আমাদের এ বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় জ্ঞানীগুনী লেখক, কবি সাহিত্যিক যাঁদের কাছ থেকে মহৎ জীবনের প্রেরণা পেয়ে মানব সভ্যতা তরতর করে এগিয়ে গেছে তাঁরা প্রত্যেকেই নিজেদের ছোটবেলা থেকে পা বাড়িয়েছেন তাঁদের শিক্ষক-অভিভাবক এবং সুধীজনদের আন্তরিক সহযোগিতায়। আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং সুধীজনেরা এ ব্যাপারে অত্যন্ত কৃপন ও উদাসিন। দুই/চারটা ব্যাতিক্রম হয়তো থাকতে পারে। ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের বেশিরভাগের প্রত্যাশা হলো পরীক্ষার ফলাফল। মানে, A+ চাই, চাই। এ ভালো ফলাফল অর্জ ন করতে চাইলে এবং পেলে তা খুব চমৎকার। কিন্তু না পেলে তা ক্ষতি কি? সর্বতোমুখী জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য সংস্কৃতি পরিচর্চায় ছাত্রছাত্রীদের পরম উৎসাহিত করবার জন্যে আমাদের ওই ...