== পথচলা == প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

অনেক স্বপ্নের বাস্তবায়ন এই "প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়"। ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে এই পরিষদ। আজকের এই পোষ্টে শুরু থেকে এই পর্যন্ত পথচলার বিবরণ তুলে ধরার চেষ্টা করছি।



৮.০৯.২০১৭

মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার স্বপ্নে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়। গ্রুপটির নাম দেওয়া হয় Ex-Students of Mirsarai Model Pilot High School

উক্ত তারিখ রাত ৯.৩৭ মিনিটে গ্রুপটি খুলেন ১৯৯৮ ব্যাচের ছাত্র প্রবাল ভৌমিক।

৬.১০.২০১৭

ফেসবুক গ্রুপের মাধ্যমে সভা আহ্বান করা হয়। ১৭ টি ব্যাচ হতে ১১২ জন প্রাক্তন শিক্ষার্থী উক্ত সভায় উপস্থিত হন।পরিষদের নামকরন করা হয় “প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়”। বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে একটি “সহায়ক কমিটি” গঠন করা হয়। ৩০০ টাকা ফি ধার্য করে সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

সাউন্ড সিস্টেম সহযোগিতায়ঃ নূর মাইক সার্ভিস, মীরসরাই

১৯.১০.২০১৭

আদায়কৃত অর্থ সংরক্ষণের জন্য “প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” নামে ন্যাশানাল ব্যাংক লিমিটেড, মীরসরাই শাখায় একটি সঞ্চয়ী ব্যাংক হিসাব খোলা হয়।

হিসাব নং- 1091002379429

০১.১২.২০১৭

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং পরিষদের ওয়েবসাইট (www.alumnimphs.com) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিভিন্ন ব্যাচ হতে প্রায় ৫০০ জন প্রাক্তন শিক্ষার্থী উক্ত সাধারণ সভায় যোগদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে ১৯৭৫ ব্যাচের অধ্যাপক ডা. মো. ইসমাইল খান কে কার্যকরী কমিটির সভাপতি এবং ১৯৯৮ ব্যাচের প্রবাল ভৌমিককে কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

ওয়েবসাইট এর অর্থায়ন করেন ১৯৯৪ ব্যাচের ছাত্র জনাব আয়াতুল্লাহ মিল্কী এবং ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপ করেন ২০১০ ব্যাচের ছাত্র জনাব জি.এম. আল আরাফাত শাওন। উক্ত অনুষ্ঠান আয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করেনঃ জনাব অধ্যাপক ডা. মো. ইসমাইল খান(১৯৭৫)- ৫,০০০/-, ব্যাচ ১৯৯৬- ৫,০০০/-, জনাব মোতাহার হোসেন চৌধুরী জুয়েল(১৯৯৪)- ২,০০০/-, জনাব মিনহাজ উদ্দিন চৌধুরী রাজীব(১৯৯৩)- ৫০০/-, জনাব বিপ্লব মল্লিক(১৯৯৩)- ৫০০/-, জনাব প্রবাল ভৌমিক(১৯৯৮)- ৪০০/-, জনাব রিয়াজ উদ্দিন(২০০৫)- ২০০/-, মাইনুল ইসলাম মিল্টন(২০০৬)- ২০০/-

১৬.১২.২০১৭

পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

উক্ত অনুষ্ঠান আয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করেনঃ জনাব অধ্যাপক ডা. মো. ইসমাইল খান(১৯৭৫)- ৫,০০০/-, জনাব মীর আলী আকবর(১৯৭৫)- ১,০০০/-, জনাব গিয়াস উদ্দিন(১৯৭৮)- ১,০০০/-, জনাব প্রবাল ভৌমিক(১৯৯৮)- ১,০০০/-, জনাব মোহাম্মুদুন্নবী শিমুল(১৯৯৩)- ৫০০/-, জনাব রিয়াজ উদ্দিন(২০০৫)- ৫০০/-, জনাব তানভীর হোসেন তপু(২০০৬)- ৫০০/-, জনাব মাইনুল ইসলাম মিল্টন(২০০৬)- ৫০০/-, জনাব জাহিদ উদ্দিন খান(২০০৬)- ৫০০/-, জনাব হাসিবুল আলম অপু(২০০৬)- ৫০০/-, জনাব মহিউদ্দিন- ৫০০/-।

১.১.২০১৮ থেকে ২০.১.২০১৮

পরিষদের উদ্যোগে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালিত হয়। উক্ত টুর্নামেন্টে মীরসরাই ও সীতাকুন্ড উপজেলা হতে ১৬ টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় “ফ্রেন্ডস সার্কেল, মীরসরাই”, রানার্স আপ হয় “ফুটন্ত গোলাপ, মিঠাছড়া” এবং ৩য় স্থান অর্জন করে “নব জাগরণ ক্রিকেট দল, আমবাড়িয়া”।

টুর্নামেন্ট স্পন্সরঃ ব্যাচ ১৯৯৬, সাউন্ড সিস্টেম সহযোগিতায়ঃ নূর মাইক সার্ভিস, সাজসজ্জা সহযোগিতায়ঃ নিউ সমমনা ডেকোরেটার্স, প্রিন্টিং সহযোগিতায়ঃ এস. এম. হাসান(২০০৬)

২০.১.২০১৮

পরিষদের কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের একটি কক্ষ পরিষদের কার্যালয় হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়েছে।

 

২৯.১.২০১৮

মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরন। ( ০১ টি ফাইল, ০১ টি কলম ও ০১ টি স্কেল )

পরীক্ষা উপকরণ স্পন্সরঃ ব্যাচ ২০০৬, সহযোগিতায়ঃ নূর উদ্দিন(২০০৪)

১৫.২.২০১৮

সৃজনশীল লেখালেখিকে উৎসাহিত করতে পরিষদের নামে একটি ব্লগ সাইট (www.alumnimphs.blogspot.com) চালু করা হয়।

লেখা পাঠানোর ঠিকানাঃ alumnimphsblog@gmail.com

২১.২.২০১৮

মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের ২ টি বিভাগে ভাগ করে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয় (ষষ্ঠ-৮ম শ্রেণিঃ ক বিভাগ এবং ৯ম-১০ম শ্রেণিঃ খ বিভাগ)। মোট ৪৪ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উভয় বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

উক্ত অনুষ্ঠান আয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করেনঃ জনাব অধ্যাপক ডা. মো. ইসমাইল খান(১৯৭৫)-২,০০০/-, জনাব প্রবাল ভৌমিক(১৯৯৮)-৫০০/-, জনাব কামাল উদ্দিন বিটু(১৯৮৭)-৫০০/-, জনাব নূর নবী নূর(১৯৮৮)-৫০০/-, জনাব আজম খান(১৯৯৮)-১০০/-, জনাব কাজী টিপু সুলতান(২০০০)-৫০০/-, জনাব মাঈন উদ্দিন(২০০২)-৫০০/-, জনাব সালাউদ্দিন রাসেল(২০০৪)-৫০০/-, জনাব এস.এম. তৌহিদ(২০০৪)-৫০০/-, জনাব শামসুল আরেফিন জনি(২০০৭)-৫০০/-, জনাব ইমরান হোসেন রবিন(২০১০)-৫০০/-, জনাব রাজীব পাল(২০১২)-৩০০/-, জনাব জামসেদ আলম রনি(২০১৬)-১০০/-

পুরষ্কার স্পন্সরঃ মিঃ ফারুক, অনুপম প্রকাশনী

সাজসজ্জা সহযোগিতাঃ নিউ সমমনা ডেকোরেটার্স

সাউন্ড সিস্টেম সহযোগিতাঃ নূর মাইক সার্ভিস  

চলছে...

চলবে.........

চলমান.........



আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ www.alumnimphs.com

--------------------------
এই ব্লগ এ লিখতে আপনার লিখা মেইল করুনঃ alumnimphsblog@gmail.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ