একুশের জয়গান
>>>>>> এ জেড এম সাইফুল ইসলাম টুটুল (১৯৯৬ ব্যাচ)
--------------------------
এই ব্লগ এ লিখতে আপনার লিখা মেইল করুনঃ alumnimphsblog@gmail.com
একুশ আমার মায়ের আদর একুশ আমার প্রাণ,
একুশ হলো বাংলা মায়ের দামাল ছেলের গান।
একুশ হলো বাংলা মায়ের দামাল ছেলের গান।
একুশ মানে বাধন ছেড়া দুর্বার আন্দোলন,
একুশ মানে সুপ্ত ক্ষোভের তীব্র বিস্ফোরণ।
একুশ মানে সুপ্ত ক্ষোভের তীব্র বিস্ফোরণ।
একুশেরই অবদানে বাংলা মোদের ভাষা,
এই ভাষাতে প্রকাশ করি মনের যত আশা।
এই ভাষাতে প্রকাশ করি মনের যত আশা।
একুশ মানে উন্নত শির দুর্ভেদ্য একতা,
একুশেতে সুপ্ত ছিল বাংলার স্বাধীনতা।
একুশেতে সুপ্ত ছিল বাংলার স্বাধীনতা।
ভাষার তরে আত্মাহুতির বিরল অবদান,
বিশ্ববাসী দিয়েছে তাই যথার্থ সম্মান।
বিশ্ববাসী দিয়েছে তাই যথার্থ সম্মান।
ভাষার টানে জীবন দানে বাঙ্গালীরাই বীর,
তাদের ত্যাগের পরিনামে উচ্চ দেশের শির।
তাদের ত্যাগের পরিনামে উচ্চ দেশের শির।
ভাষার তরে অকাতরে দিলো যারা প্রাণ,
ভুলবোনা কেউ কোনদিনই গাই তোমাদের গান;
এ আজ শুধু বাংলার নয় সারা বিশ্বের শ্লোগান।
ভুলবোনা কেউ কোনদিনই গাই তোমাদের গান;
এ আজ শুধু বাংলার নয় সারা বিশ্বের শ্লোগান।
-------------------------------------------------
আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ www.alumnimphs.com--------------------------
এই ব্লগ এ লিখতে আপনার লিখা মেইল করুনঃ alumnimphsblog@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন