প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর একুশের আয়োজন
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে পালন করে আসছে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন আয়োজনে আসন্ন ২১ শে ফেব্রুয়ারি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উক্ত পরিষদ।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে "প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়" এর আয়োজন:-
> বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক/শ্রদ্ধাঞ্জলি নিবেদন
> বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ( ক বিভাগ : ৬স্ট - ৮ম শ্রেণি এবং খ বিভাগ : ৯ম - ১০ শ্রেণি। উভয় বিভাগের চিত্রাংকনের বিষয় : শহীদ দিবস। উভয় বিভাগ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। )
প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পক্ষ থেকে উক্ত আয়োজনে বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ alumnimphs.com
আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ alumnimphs.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন