প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ২১শে ফেব্রুয়ারি উদযাপন সম্পর্কিত প্রস্তুতি সভা সম্পন্ন

১৬.০২.২০১৮ রোজ শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় পরিষদের কার্যালয়ে ২১শে ফেব্রুয়ারি উদযাপন সম্পর্কিত একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৯৯৩ ব্যাচের ছাত্র জনাব মোহাম্মুদুন্নবী শিমুলের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক জনাব প্রবাল ভৌমিকের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ২০০০ ব্যাচের ছাত্র জনাব কাজী টিপু সুলতান, ২০০৪ ব্যাচের ছাত্র জনাব সালাহ উদ্দিন রাসেল ও মোঃ তৌহিদ, ২০০৭ ব্যাচের ছাত্র জনাব শামসুল আরেফিন জনি, ২০১০ ব্যাচের জনাব ইমরান হোসেন রবিন, ২০১২ ব্যাচের জনাব রাজীব পাল, ২০১৪ ব্যাচের জনাব জাবেদ ইকবাল শুভ, ২০১৬ ব্যাচের জনাব জামসেদ আলম, ২০১৭ ব্যাচের জনাব জাহেদুল ইসলাম শাকিল সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। 
প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক ২১ শে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা সফলভাবে সম্পাদনের বিভিন্ন কৌশলগত দিক এবং কর্মদায়িত্ব অর্পণ নিয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়া সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় যথাযথ সম্মান ও মর্যাদার সাথে ২১শে ফেব্রুয়ারি উদযাপনের আশাবাদ ব্যক্ত করা হয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ