অমর একুশ
>>>>>>>> আয়াতুল্যা মিলকি (১৯৯৪ ব্যাচ)
একুশ আমার চেতনা একুশ আমার প্রাণ
একুশের তরে বেড়েছে বাংলা ভাষার মান
একুশ আমার গর্ব তুমি থাকবে চিরঅম্লাণ!
একুশের তরে বেড়েছে বাংলা ভাষার মান
একুশ আমার গর্ব তুমি থাকবে চিরঅম্লাণ!
একুশ এখন সবার মর্যাদার এক ঋণ
একুশেই তাই হচ্ছে পালন মাতৃভাষার দিন
একযোগে আজ গাইছে বিশ্ব একুশের জয়গান!
একুশেই তাই হচ্ছে পালন মাতৃভাষার দিন
একযোগে আজ গাইছে বিশ্ব একুশের জয়গান!
এই অর্জনে দিয়েছিলো, তাজা প্রাণের বিসর্জন
এই দিনেতে জানাই সেই ত্যাগেরই স্মরণ
এই প্রতিদান শোধাবেনা, তবুও স্মরিবো আমরণ।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সকল শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা
এই দিনেতে জানাই সেই ত্যাগেরই স্মরণ
এই প্রতিদান শোধাবেনা, তবুও স্মরিবো আমরণ।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সকল শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা
-------------------------------------------------------------------
আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ www.alumnimphs.com
--------------------------
এই ব্লগ এ লিখতে আপনার লিখা মেইল করুনঃ alumnimphsblog@gmail.com
--------------------------
এই ব্লগ এ লিখতে আপনার লিখা মেইল করুনঃ alumnimphsblog@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন