প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে নিরাপদ ও ঠান্ডা পানির প্ল্যান্ট স্থাপন
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের ব্যবহারের জন্য নিরাপদ ও ঠান্ডা পানির প্ল্যান্ট স্থাপন করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ।
![]() |
প্ল্যান্টের মূল কাঠামো |
বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন ছাত্র জনাব আব্দুল মতিনের উদ্যোগে উক্ত প্রকল্পের কাজ শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। উক্ত প্ল্যান্টে বিশ্বের অন্যতম আধুনিক UV (Ultra Violate) প্রযুক্তিতে পানি বিশুদ্ধ হবে এবং আধুনিক পদ্ধতিতে সহনীয় মাত্রায় পানি ঠান্ডা হবে। বিদ্যালয়ের মডেল ভবনে স্থাপিত উক্ত প্ল্যান্টের মূল কাঠামো হতে প্রতি তলায় ০৩ টি করে পানি সরবরাহের কল স্থাপন করা হয়েছে; যার ০২ টি ঠান্ডা পানি এবং ০১ টি স্বাভাবিক পানি সরবরাহ করবে।
![]() |
প্ল্যান্ট পরিদর্শনে উদ্যোক্তা জনাব আব্দুল মতিন (বাঁ দিক থেকে ২য়) |
উক্ত প্ল্যান্ট নির্মানে ব্যয় হয় প্রায় এক লক্ষ টাকা। এতে অর্থায়ন করেন ১৯৯৫ ব্যাচের ছাত্র ও প্রকল্প উদ্যোক্তা জনাব আব্দুল মতিন এবং ১৯৯৭ ব্যাচের ছাত্র জনাব সাইফুল ইসলাম।
![]() |
আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে প্ল্যান্ট হস্তান্তর করা হয় |
গত ১৫.০৭.২০১৮ তারিখ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি জনাব অধ্যাপক ডা. মো. ইসমাইল খান উক্ত পানির প্ল্যান্ট আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান মীর ইলেক্ট্রনিক এর তত্ত্বাবধানে উক্ত প্ল্যান্ট নির্মিত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন