মনে পড়ল স্কুল জীবনের হারানো স্মৃতি

  -------------------- মোঃ নূর উদ্দিন (ব্যাচ - ২০০৪)

স্কুল জীবন, সেতো অমৃতের মতন। শুধু স্বাদ নিতে মন চায়। যখন ওই পর্যায়ে ছিলাম তখন লাগত গরল আর যখন পেরিয়ে বহুদূর চলে এলাম তখন লাগছে অমৃত-সম। জীবন টা এ রকম, কি করা যায়?

স্কুল লাইফের সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল ঘুম থেকে উঠা। কোন রকমে স্কুলে না যেতে পারলে যেন বাঁচি।আর নানা রকম তালবাহানা তো আছেই। যেমনঃ পেট কামড়ানো, এই বাহানাতো ছিল খুব কার্যকরী। অন্য দিকে বর্ষায় ইচ্ছে করে মাটিতে পড়ে যাওয়া। যেদিন স্কুলে যেতাম সেদিন হয়ে যেতাম বলিউডের শীর্ষ নেতা!তারপর ডাক পড়তো এসেম্বলিতে; সেখানে নানা রকম কথা আর স্যারের চোখ ফাঁকি দিয়ে দুষ্টামি করার চেষ্টা।

তারপর ক্লাসরুমে স্যার আসার পর বাড়ির কাজ দেখতেন কিন্তু বাড়ির কাজ আনি বা না আনি, বসে থাকতে ভুল করতাম না।এই ভাবে চলে যেতো এক একটি ক্লাস,ঘন্টা,দিন।

স্কুল লাইফ মানে জানালা দিয়ে বইয়ের ব্যাগ ফেলে মেইন গেট দিয়ে নায়ক নায়ক ভাব নিয়ে বের হয়ে বাড়ি চলে আসা।

শেষের দিকে হয়ে খেলাম বড় ভাইদের মধ্যে একজন।নেতামি করতে গিয়ে মাইরও খেলাম অনেক শিক্ষকদের। এইভাবে চলে যেতে লাগল স্কুল জীবন। একসময় এলো বিদায় নেওয়ার পালা। বিদায় নিলাম প্রিয় স্কুল থেকে ২০০৪ ব্যাচ হিসেবে।

আজো তুমি অনুভূতিতে মিশে আছ প্রিয় মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ