এপিঠ-ওপিঠ
-------------------------------------------- আল নোমান (ব্যাচঃ ২০১৩)
বৃষ্টি নামলে আমাদের এক শ্রেণির মানুষের আনন্দের সীমা থাকে না। ইট সুড়কির দালানে থেকে ইজি চেয়ারে গা হেলিয়ে দিয়ে সুখ স্বপ্নে গা ভাসিয়ে দেই। এ শ্রেনীর মানুষ গুলোর জন্য বৃষ্টি অনেক আনন্দের। কিন্তু একবার ও কি ভেবে দেখেছি একদল মানুষ আছেন যাদের জন্য বৃষ্টি কত কষ্টের?
আপনি যখন দালানে বসে বৃষ্টিকে ঘিরে বিলাস বহুল সব আয়োজনে ব্যাস্ত ঠিক তখনই একদল মানুষ মাথা গোঁজার জন্য একটু ঠাই খোঁজায় ব্যাকুল হয়ে পড়ে। এই শ্রেনীর মানুষ গুলো বড্ড অসহায় হয়। এদের আপনার মত মাথা গোঁজার স্থান থাকে না। এরা ভাসমান।
কখনো কি দেখেছেন এদের ব্যাকুলতা? দেখেছেন কি এদের মাথা গোঁজার ঠাই খোঁজার ব্যর্থ চেষ্টা? নবজাতক শিশুকে আঁচলে ঢেকে ঝুম বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কোনো মায়ের ব্যার্থ চেষ্টা কি দেখেছেন? এই সব মায়েদের চোখ থেকে গড়িয়ে পড়া কান্নার জল দেখা যায় না, কারন তা নিমিষেই বৃষ্টিতে মিলিয়ে যায়।
আপনি যখন বৃষ্টিকে উপভোগ করার জন্য খিচুড়ির সাথে কালো ভূনা তৈরিতে ব্যাস্ত তখন ফ্লাইওভারের নিচে মাথা গুঁজা কোন এক মা পলিথিনে পেঁচিয়ে একটুকরো শুকনো রুটি বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ওটাই হয়তো তার সন্তানকে নিয়ে খাওয়ার জন্য একমাত্র খাবার।
মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে একই দেশ, একই জাতি সবাই আল্লাহর সৃষ্টি মানুষ। তবুও কতটা তফাৎ। একদল বৃষ্টি উপভোগ করার জন্য খিচুড়ির সাথে কালো ভূনা খায় আর একদল একটুকরো শুকনা রুটি বাঁচিয়ে নবজাতক শিশুকে আঁচলে পেঁচিয়ে বৃষ্টি থেকে রক্ষার ব্যার্থ চেষ্টা করে। হায়রে মানুষ....!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন