জীবন মানে ----------
---------------------মাষ্টার এম, গিয়াস উদ্দিন (ব্যাচঃ ১৯৭৮)
জীবন মানে কি -----------------------
দিকচক্রবালবিস্তৃত অসহ্য যাতনার তীব্র দাবানল?
ক্ষুধা-দারিদ্র আর অনাগত ভবিষ্যতের
নির্মম প্রতারণায় ভীতসন্ত্রস্ত দিনাতিপাত?
জীবন মানে কি -----------------------
প্রত্যাশিত রাঙা গোলাপের
কল্পনাবিহীন সকরুণ মৃত্যু?
একটি আশাহীন ----------------------
স্বপ্নহীন জীবনের কষাঘাতে তিলে তিলে
আপনারে নিঃশেষিত করার নিছক দুঃস্বপ্ন?
জীবন মানে কি---------------------
শোষণ- বঞ্চনা-
অবিচার- নির্যাতন-
ঘুষ- দুর্নীতি-
সামাজিক আর রাষ্ট্রীয় গণবিরোধী নীতির সাথে
গলাগলি-
প্রশ্নবিদ্ধ প্রেম-প্রীতি
সুনিপুন ভন্ডামির বিকৃত পরিচর্যা?
জীবন মানে কি---------------------
কেবল নিজেই বেঁচে থাকার আত্মবিলাসী-
ঘৃনীত স্বার্থপরতা ?
মানবিকতাবিহীন নির্মম-নিষ্ঠুরতা
অপরের সুখ শান্তি
সাধ আহলাদের বুকে তীব্র পদাঘাত করত
হিমালয় সম ধনী বড়লোক হবার জঘন্যতম
নগ্ন- প্রতিযোগিতা?
জীবন মানে কি ---------------------
শ্রেণীবিভাজনের নীতিতে অবিচল
পৃথিবীর সেরা জানোয়ার সেই
গণবিরোধী শাসক বর্গের ঘোরতর সমর্থক?
কিংবা বিশ্বস্ত দালাল? না-
পশ্চিমাকাশে ভোরের সূর্য উদিত হবার মতোই
মিথ্যা বানোয়াট সে কথা
অতএব,
জীবন মানেই-
মনুষ্যত্বের সর্বতোমুখী মহিমায় উদ্ভাসিত
নীলাকাশের দীপ্তিমান শুকতারা।
অনাবিল আভায় আলোকিত পূর্নিমা চাঁদ
যুগের শান্তিময় নবদিগন্তের
রুদ্ধদ্বার উন্মোচনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ একটি
প্রজ্বলিত দীপশিখা।
জীবন মানেই--
এক মহা সংগ্রামী প্রাণ
সর্ব-অন্যায়-অনাচার
সামাজিক- রাষ্ট্রীয় অব্যবস্থা -
শোষণ- বঞ্চনার ত্রাস
অগণতান্ত্রিক রীতিনীতি-জুলুম-নির্যাতন আর
বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রচন্ড বিস্ফোরণ
জীবন মানেই---
ধূপের মত নিঃশেষিত হয়ে অন্যকে
গন্ধবিলানোর সুমহান দৃষ্টান্ত।
জীবন মানেই----
আপোষহীন সংগ্রাম
সুদৃঢ় প্রতিবাদ
ক্ষমাহীন প্রতিশোধ
আর--
শয়নে- স্বপনে
ক্ষুধায়- ভোজনে
হাসি- কান্নায়
মিলন- বিরহে
আর্ত- গণমানুষের মাঝে একাকার
জীবন মানেই-----
"চির উন্নত মম শির"
জীবন মানে কি -----------------------
দিকচক্রবালবিস্তৃত অসহ্য যাতনার তীব্র দাবানল?
ক্ষুধা-দারিদ্র আর অনাগত ভবিষ্যতের
নির্মম প্রতারণায় ভীতসন্ত্রস্ত দিনাতিপাত?
জীবন মানে কি -----------------------
প্রত্যাশিত রাঙা গোলাপের
কল্পনাবিহীন সকরুণ মৃত্যু?
একটি আশাহীন ----------------------
স্বপ্নহীন জীবনের কষাঘাতে তিলে তিলে
আপনারে নিঃশেষিত করার নিছক দুঃস্বপ্ন?
জীবন মানে কি---------------------
শোষণ- বঞ্চনা-
অবিচার- নির্যাতন-
ঘুষ- দুর্নীতি-
সামাজিক আর রাষ্ট্রীয় গণবিরোধী নীতির সাথে
গলাগলি-
প্রশ্নবিদ্ধ প্রেম-প্রীতি
সুনিপুন ভন্ডামির বিকৃত পরিচর্যা?
জীবন মানে কি---------------------
কেবল নিজেই বেঁচে থাকার আত্মবিলাসী-
ঘৃনীত স্বার্থপরতা ?
মানবিকতাবিহীন নির্মম-নিষ্ঠুরতা
অপরের সুখ শান্তি
সাধ আহলাদের বুকে তীব্র পদাঘাত করত
হিমালয় সম ধনী বড়লোক হবার জঘন্যতম
নগ্ন- প্রতিযোগিতা?
জীবন মানে কি ---------------------
শ্রেণীবিভাজনের নীতিতে অবিচল
পৃথিবীর সেরা জানোয়ার সেই
গণবিরোধী শাসক বর্গের ঘোরতর সমর্থক?
কিংবা বিশ্বস্ত দালাল? না-
পশ্চিমাকাশে ভোরের সূর্য উদিত হবার মতোই
মিথ্যা বানোয়াট সে কথা
অতএব,
জীবন মানেই-
মনুষ্যত্বের সর্বতোমুখী মহিমায় উদ্ভাসিত
নীলাকাশের দীপ্তিমান শুকতারা।
অনাবিল আভায় আলোকিত পূর্নিমা চাঁদ
যুগের শান্তিময় নবদিগন্তের
রুদ্ধদ্বার উন্মোচনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ একটি
প্রজ্বলিত দীপশিখা।
জীবন মানেই--
এক মহা সংগ্রামী প্রাণ
সর্ব-অন্যায়-অনাচার
সামাজিক- রাষ্ট্রীয় অব্যবস্থা -
শোষণ- বঞ্চনার ত্রাস
অগণতান্ত্রিক রীতিনীতি-জুলুম-নির্যাতন আর
বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রচন্ড বিস্ফোরণ
জীবন মানেই---
ধূপের মত নিঃশেষিত হয়ে অন্যকে
গন্ধবিলানোর সুমহান দৃষ্টান্ত।
জীবন মানেই----
আপোষহীন সংগ্রাম
সুদৃঢ় প্রতিবাদ
ক্ষমাহীন প্রতিশোধ
আর--
শয়নে- স্বপনে
ক্ষুধায়- ভোজনে
হাসি- কান্নায়
মিলন- বিরহে
আর্ত- গণমানুষের মাঝে একাকার
জীবন মানেই-----
"চির উন্নত মম শির"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন