ছোট নেইমার
>>>> অনন্য নিলীম দে
>>>> রোল নংঃ ০২
>>>> ষষ্ট শ্রেণি
>>>> মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
>>>> রোল নংঃ ০২
>>>> ষষ্ট শ্রেণি
>>>> মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
এক আজব ছেলে অনন্য। অনন্য ফুটবল খেলা বেশ পছন্দ করে। তার প্রিয় খেলা ফুটবল। সে ফুটবল বিশ্বকাপে প্রতিবার শুধু একটা দলকে সমর্থন করে, দলটির নাম ব্রাজিল। অনন্য জানে, ব্রাজিল হল বিশ্বের একমাত্র দল, যে দল ০৫ বার ফুটবল বিশ্বকাপ জয় করতে সক্ষম হয়েছে। ব্রাজিলের পেলে, রোনালদো, রোনালদিনহোর মত খেলোয়াড়গুলো অনন্যর অনেক প্রিয়। পেলেকে ফুটবলের রাজা বলা হয়।
কিন্তু এতসব খেলোয়াড়ের মধ্যে অনন্যর সবচেয়ে প্রিয় খেলোয়াড় বর্তমান ব্রাজিল ফুটবল দলের এক নাম্বার স্ট্রাইকার নেইমার। নেইমারের খেলার পদ্ধতি, চাল-চলন প্রভৃতি অনুশীলন করে অনন্য। যেমনঃ অনন্য ফুটবল খেলার সময় বল পেলেই একা ৫-৬ জন খেলোয়াড় থেকে বল কাটিয়ে নিয়ে গিয়ে গোল করে; সে নেইমারের চুলের ধরণও অনুশীলন করতে চায়। নেইমারকে সে তার গুরু মনে করে। বড় ছেলেরা পর্যন্ত তার কাছ থেকে বল দখলে নিতে পারে না।
অনন্যর জীবনের লক্ষ হল নেইমারের মত এক অসাধারণ খেলোয়াড় হওয়া। তার স্বভাব ও খেলায় মুগ্ধ হয়ে সবাই তাকে ছোট নেইমার বলে ডাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন