হাতুড়ে ডাক্তারের গল্প
বিবি মরিয়ম, রোল- ১৮, শ্রেণি- ৭ম
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
একজন হাতুড়ে ডাক্তারকে রোগী দেখার জন্য ডাকা হলো। তিনি রোগীর বাড়িতে গিয়ে দেখেন রোগীর ভীষণ জ্বর। রোগীর হাত নিয়ে নাড়ি পরীক্ষা করতে শুরু করলেন ডাক্তার সাহেব। নাড়িতে হাত রেখেই বললেন, মনে হয় তুমি বেশি পরিমাণে তেঁতুল খেয়েছ। রোগী সত্যিই তেঁতুল খেয়েছিল। তাই রুগ্ন ব্যক্তি অবাক হয়ে গেল এই ভেবে যে, ডাক্তার সাহেব কিভাবে নাড়িতে হাত রেখেই সে কি খেয়েছিল তা বলে দিল! নিশ্চয়ই তিনি একজন খাঁটি ডাক্তার। সুতরাং, ডাক্তার সাহেবকে ফি দিয়ে সসম্মানে বিদায় দেয়া হল। ডাক্তারের সাথে সহযোগি হিসেবে তাঁর ছেলেও এসেছিল। ফিরে যাওয়ার সময় সে তার পিতাকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানতে পারলেন যে রোগীটি তেঁতুল খেয়েছিল? ডাক্তার সাহেব বললেন, "রোগীর চৌকির নিচে তেঁতুলের খোসা দেখেছিলাম, তাই আমি অনুমান করলাম যে সে তেঁতুল খেয়েছে।" ছেলে ভাবল, বাহ! ডাক্তারি তো দেখি অনেক সহজ কাজ! তাই ছেলেও ডাক্তারি শুরু করার সিদ্ধান্ত নিল।
একদিন এক হাঁপানি রোগীর বাড়িতে গিয়ে ওই ছেলে দেখল রোগীর চৌকির নিচে ছেঁড়া জুতো। তখন পিতার চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সে রোগীর নাড়িতে হাত রেখে বলতে লাগল, মনে হয় আপনি ছেঁড়া জুতা খেয়েছেন, তাই আপনার রোগ বৃদ্ধি পেয়েছে। একথা শুনে সবাইতো অবাক। ধর, ধর বলে সবাই তাকে তাড়িয়ে দিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন