নয়া বছরের শপথ

মাহ্দী মোহাম্মদ (ফাহিম)
শ্রেণি- ৮ম, রোল- ২১
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
আজ হতে শপথ নিলাম
লেখাপড়া করব
লেখাপড়া করে আমি
অনেক বড় হবো।

আজ হতে মাতা পিতার
সেবা আমি করবো
তাদের সেবায় সব সময়
নিয়োজিত আমি থাকবো।

আজ হতে নামাজগুলো
জামায়াতে পড়বো
খোদার পথে চলার জন্য
জীবন দিয়ে লড়বো।

আজ হতে শপথ করলাম
সত্য কথা বলবো
সত্য কথা বলে আমি 
আদর্শবান  হবো। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ