মাদক থেকে ফিরে আসার আহ্বান
তাসনুভা লোটাস, ১০ শ্রেণি
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
শুনরে মাদক সেবী ভাই;
আয় ফিরে আয়
মাদক ছেড়ে সুন্দর জীবন গড় ধরায়।
তোমার দিকে তাকিয়ে আছে
মা-বাবা ভাইবোন,
তাদের ছেড়ে কেন করছ
বিপথে গমন
অসময়ে করিসনা ভাইরে জীবন হরণ।
পাড়ার তোমায় সবাই বাসতো ভালো
বিশ্বাস করত অতি;
মাদক গ্রহণে কেন রে ভাই
করলি নিজের ক্ষতি।
সময়ে তোর অসৎ কাজে
মনটা তোর আজ শুধু বাজে;
মিথ্যে আশায় সাজলিরে
তাই নোংরা সাজে।
মায়ের অতি লক্ষী মেয়ে
ভালো কিছু দেখতো চেয়ে;
হঠাৎ একজন বন্ধু হল
মাদক নামে ক্ষত।
ভালোবাসা-মায়ার-বাঁধন
এক নিমেষে জুড়ায় কাঁদন;
জীবন হলো ছারখার
মাদক হলো মৃত্যুর কারণ।।
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
শুনরে মাদক সেবী ভাই;
আয় ফিরে আয়
মাদক ছেড়ে সুন্দর জীবন গড় ধরায়।
তোমার দিকে তাকিয়ে আছে
মা-বাবা ভাইবোন,
তাদের ছেড়ে কেন করছ
বিপথে গমন
অসময়ে করিসনা ভাইরে জীবন হরণ।
পাড়ার তোমায় সবাই বাসতো ভালো
বিশ্বাস করত অতি;
মাদক গ্রহণে কেন রে ভাই
করলি নিজের ক্ষতি।
সময়ে তোর অসৎ কাজে
মনটা তোর আজ শুধু বাজে;
মিথ্যে আশায় সাজলিরে
তাই নোংরা সাজে।
মায়ের অতি লক্ষী মেয়ে
ভালো কিছু দেখতো চেয়ে;
হঠাৎ একজন বন্ধু হল
মাদক নামে ক্ষত।
ভালোবাসা-মায়ার-বাঁধন
এক নিমেষে জুড়ায় কাঁদন;
জীবন হলো ছারখার
মাদক হলো মৃত্যুর কারণ।।
সময় উপযোগী লেখার জন্য ধন্যবাদ বোন।
উত্তরমুছুনঅসাধারন হয়েছে।
অনেক সুন্দর হয়েছে।
উত্তরমুছুন