মাদক থেকে ফিরে আসার আহ্বান

তাসনুভা লোটাস, ১০ শ্রেণি
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
শুনরে মাদক সেবী ভাই;
আয় ফিরে আয়
মাদক ছেড়ে সুন্দর জীবন গড় ধরায়।

তোমার দিকে তাকিয়ে আছে
মা-বাবা ভাইবোন,
তাদের ছেড়ে কেন করছ
বিপথে গমন
অসময়ে করিসনা ভাইরে জীবন হরণ।

পাড়ার তোমায় সবাই বাসতো ভালো
বিশ্বাস করত অতি;
মাদক গ্রহণে কেন রে ভাই
করলি নিজের ক্ষতি।

সময়ে তোর অসৎ কাজে
মনটা তোর আজ শুধু বাজে;
মিথ্যে আশায় সাজলিরে
তাই নোংরা সাজে।

মায়ের অতি লক্ষী মেয়ে
ভালো কিছু দেখতো চেয়ে;
হঠাৎ একজন বন্ধু হল
মাদক নামে ক্ষত।

ভালোবাসা-মায়ার-বাঁধন
এক নিমেষে জুড়ায় কাঁদন;
জীবন হলো ছারখার 
মাদক হলো মৃত্যুর কারণ।।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ