আমার টিয়া পাখি

রামিছা ফারিয়া চৌধুরী, শ্রেণিঃ ৮ম
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
আমার নাম রামিছা। আমার একটি টিয়া পাখি আছে। এটি আমার জন্মদিনে আমার মামা উপহার হিসেবে দিয়েছেন। আমি আমার মামার দেওয়া সেই উপহারটি দেখে খুব খুশি হয়েছিলাম। আমি পাখিটির নাম রাখি মিঠু। আমার অবসর সময় কাটাই মিঠুর সাথে। আমি যখন যা করি, সেটি মিঠু আমার মতো করার চেষ্টা করে। আমার কোন কিছু হারালে সে খুঁজে দেওয়ার চেষ্টা করে। আমি যখন  ভাত খাই, তখন সেও ভাত খেতে বসে। আমি যখন পানি খেতে বসি, সেও  পানি খায়। আমি যখন গোসল করার জন্য প্রস্তুতি নিই, তখন মিঠু তার কাছে রাখা পানিতে গা ভেজাতে শুরু করে। 

মিঠু যেদিন প্রথমবারের মতো আমার নাম ধরে ডেকে আমাকে ঘুম থেকে তোলে, আমরা সবাই রীতিমতো অবাক হয়ে যাই। তারপর থেকে আমি ওকে কথা শিখাতে ‍শুরু করি। সে এখন মোটামুটি সব কথা বলতে পারে। আমি স্কুলে যাওয়ার সময় সে আমাকে আল্লাহ হাফেজ বলে বিদায় জানায়। আমাদের বাড়িতে কেউ এলে মিঠু কুটুম, কুটুম বলে ডাকতে থাকে। মিঠুকে আমাদের পরিবারের একজন সদস্য বললেই চলে। মিঠু এখন আমার সবচেয়ে ভাল বন্ধু। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ