ভ্রমণ কাহিনী

নাহিয়ান জান্নাত, ৬ষ্ঠ শ্রেণি
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
আমি নাহিয়ান জান্নাত। ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ডিসেম্বরে আমি কক্সবাজার যাই পরিবারের সাথে। সেখানে আমি পরিবারের সাথে আনন্দময় সময় কাটাই। সেখানে আমরা এক সপ্তাহ ছিলাম। প্রথম ও দ্বিতীয় দিন আমরা পুরো কক্সবাজার সমুদ্রসৈকত এর দৃশ্য উপভোগ করি। তৃতীয়দিন আমরা কক্সবাজার থেকে ১৮ কিলোমিটার দূরে হিমছড়ির সৌন্দর্য ও হিমছড়ি ঝর্ণার অপরূপ দৃশ্য উপভোগ করি। ৪র্থ দিন আমরা মহেশখালির ঘুরতে যাই এবং ৫ম দিন আমরা জাহাজে করে স্বপরিবারে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা দেই। জাহাজে বসে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে আমি ভাবছিলাম, কক্সবাজার সমুদ্রসৈকত ও সেন্টমার্টিন দ্বীপের দৃশ্য দেখতে দেশ বিদেশের মানুষ কেন এত আগ্রহী? আসলে এ’দুটি স্থান প্রকৃতির লীলাভূমি; এখানে আসলে মানুষ তার দুঃখ কষ্ট সব ভুলে যায়। তারপরদিন আমরা আবার কক্সবাজার ফিরে আসি। কক্সবাজারে সূর্যাস্ত দেখে আমরা মুগ্ধ হই। রাতে সবাই মিলে সেন্টমার্টিনে কাটানো মনোরম সময়গুলো স্মরণ করে গল্পে মেতে উঠি। 

বাবা ও মায়ের কাছ থেকে আমি জানতে  পারি যে, সেন্টমার্টিন দ্বীপকে নারিকেল জিঞ্জিরাও বলা হয় এবং এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ছয়দিনের ভ্রমণ শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এটি আমার জীবনের একটি স্মরণীয় ভ্রমন। এই ভ্রমন থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ