সৃষ্টিকর্তার অপরূপ দৃষ্টি

অরিজিৎ দেবনাথ
শ্রেণিঃ দশম
কী অপরূপ দৃষ্টি
তুমি করেছ সৃষ্টি
যেদিকে তাকাই সেদিকে তোমার
অপরূপ সব সৃষ্টি।

দিয়েছ তুমি চোখ
দেখেছি নানা লোক
তাদের কথাগুলো
বুঝবে কী সবগুলো?

পৃথিবী কী যে সুন্দর
দেখেছ কী কোন দিন
দেখলে তুমি গাছ লাগিয়ে
পৃথিবী করতে রঙিন।

কেউবা দেখতে ফর্সা
কেউবা দেখতে কালো
তাদের হাসিগুলো
দেখতে লাগে ভালো।

সবার আগে উঠে দেখি
শিশির ভরা মাঠ
শিশিরগুলো পাতার উপর
বসে আছে চুপচাপ।

ভোর সকালে ঘুম ভাঙ্গে
নানা পথিক ডাকে
এত মধুর শব্দগুলো
আসছে কোথা থেকে?

গ্রামের পাখির ডাকগুলো
এতই সুন্দর
মন চায় শুধু শুনতে থাকি
পাখির কোলাহল।

পাখির ডাক শুনতে পাবে
গ্রামে সারাদিন
শুনে এতই মজা পাবে
মন হবে রঙিন।

সকাল থেকে পাখিরা সব
কিঁচিমিচি ডাকে
নানা পাখির ডাক শুনে
বোনটি খুশি থাকে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ