গাছের সাথে মনের কথা

বিবি মরিয়ম
৭ম শ্রেণি
শুনছ কি গাছের পাতা
আমার এই মনের কথা
যদি শোন আমার কথা
দিয়ে দাও একটি পাতা
লিখবো আমি মনের কথা।

শুন যে তুমি মন দিয়ে
মজা করবো তোমায় নিয়ে
নানা রকম ছন্দ দিয়ে
একটু হাসি, একটু চাওয়া
সবই তোমার কাছে পাওয়া।

অল্প স্বল্প গল্প করে
থাকবো তোমার কল্পনাতে
তুমি আমার কথার সাথি
কষ্ট পেলে তোমায় ভাবি 
তুমি আমার প্রিয় বন্ধু
তোমার রঙে রাঙিয়ে দিও
ছাড়বো না আমি কখনো তোমায়
ভুলনা তুমি কোন দিন আমায়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ