প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
গত ১৩.১০.২০১৮ তারিখ রোজ শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কার্যকরী কমিটির ৩য় সভা। সভায় সভাপতিত্ব করেন মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সম্মানিত সভাপতি জনাব ডা. মো. ইসমাইল খান।
সভার শুরুতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু তরণী সেন নাথ এবং ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কার্যনির্বাহী সদস্য জনাব এবিএম নাঈম উদ্দিন (উদয়ন) এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত হয় এবং ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানসূচী নির্ধারণ করা হয়। তাছাড়া বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থিদের অংশগ্রহণে English Talent Search Exam ও পাঠশালা-য় মানসম্মত লেখা প্রদানকারীদের অংশগ্রহণে ত্রৈমাসিক পাঠচক্র আয়োজনের সিদ্ধান্ত হয়।
ইতিমধ্যে পরিষদের অগ্রগতিতে নির্দিস্ট আর্থিক অবদান রাখায় ১৯৭৫ ব্যাচের জনাব ডা. মো. ইসমাইল খান, ১৯৯৫ ব্যাচের জনাব আব্দুল মতিন এবং ১৯৭২ ব্যাচের জনাব ওয়াহিদুর রহমানকে সম্মানিত আজীবন পৃষ্টপোষক হিসেবে এবং ১৯৬৭ ব্যাচের জনাব জাফর উদ্দিন আহমেদ চৌধুরী, ১৯৮৭ ব্যাচের জনাব সেলিম উদ্দিন, ১৯৮৮ ব্যাচের জনাব আনোয়ারুল আজিম, ১৯৮৯ ব্যাচের জনাব মীর মোঃ নুরুন নবী, ১৯৯০ ব্যাচের জনাব গিয়াস উদ্দিন, ১৯৯৪ ব্যাচের জনাব মোতাহার হোসেন চৌধুরী, ১৯৯৭ ব্যাচের জনাব সাইফুল ইসলাম, ১৯৯৮ ব্যাচের জনাব আনোয়ার হোসেন ও ২০০৯ ব্যাচের জনাব সাইফুল্ল্যাহ বাহারকে সম্মানিত পৃষ্টপোষক হিসেবে ঘোষণা করা হয়। তাছাড়া পরিষদের কার্যালয়ের জন্য একটি এলইডি টিভি প্রদান করায় ১৯৮৬ ব্যাচকে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপকরণ প্রদান করায় ২০০৬ ব্যাচকে, পরিষদের কার্যালয়ের জন্য একটি সোলার প্যানেল প্রদান করায় মীরসরাই পৌরসভাকে, আর্থিক অবদান রাখায় ১৯৯৬ ব্যাচকে এবং পরিষদের পক্ষে বিদ্যালয়ের নামফলক স্থাপন করায় ২০১৬ ব্যাচকে সভায় ধন্যবাদ প্রদান করা হয়। অন্যদিকে আর্থিক সমস্যার কারণে বিদ্যালয়ের কোন শিক্ষার্থীর লেখাপড়া ব্যহত হবার সম্ভাবনা থাকলে সে শিক্ষার্থী প্রধান শিক্ষকের মাধ্যমে পরিষদ বরাবর আবেদন করলে তাকে পরিষদের পক্ষ থেকে লেখাপড়া চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন