শিক্ষা আমার দরকার
আবদুল্লাহ আল আরমান
শ্রেণিঃ ৮ম, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
শিক্ষা আমার প্রয়োজন, বড় হব বলেশিক্ষা ছাড়া এই জীবনে আর কি কিছু চলে?
শিক্ষকেরা বলে শিক্ষা, তোমার দরকার
শিক্ষার জন্য অনেক খাত খুলে দিয়েছে সরকার।
শিক্ষা আমার দরকার, আমার জীবন গড়তে
শিক্ষা আমার দরকার, নিজের লক্ষ্যগলো ধরতে।
শিক্ষার আলো নিয়ে, হব আমি বড়
বাবা-মা বলে, বাবা তুমি মন দিয়ে পড়।
আমায় নিতে হবে আরো, শিক্ষার আলো
যাতে আমি পরীক্ষায় রেজাল্ট করতে পারি ভালো।
শিক্ষার আলো নিয়ে বড় হয়েছে অনেক জন,
তাইতো লোকে বলে বিদ্যাই মানুষের পরম ধন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন