প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ
তরুন প্রজন্মকে খেলাধুলামুখী করা, অত্র এলাকার খেলাধুলার অগ্রগতিতে অবদান রাখা, সুস্থ বিনোদনকে উৎসাহিত করা প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে "প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়" গত ২৬.১০.২০১৮ তারিখ রোজ শুক্রবার অত্র উপজেলার ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের জন্যে ০৬টি বল প্রদান করে। শুক্রবার বিকাল ০৩ ঘটিকায় পরিষদের কার্যালয়ে বলগুলো হস্তান্তর করা হয় উক্ত প্রশিক্ষণের সম্মানিত প্রশিক্ষক ও মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ক্রীড়া শিক্ষক জনাব দিদারুল আলম ও সাবেক ক্রীড়া শিক্ষক জনাব মোঃ শাহজাহানের কাছে।
উল্লেখ্য যে, উপজেলার ক্ষুদে ফুটবলারদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ক্রীড়া শিক্ষক জনাব দিদারুল আলম ও সাবেক ক্রীড়া শিক্ষক জনাব মোঃ শাহজাহান প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ক্ষুদে খেলোয়াড়দের উপজেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ প্রদান করছেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের দপ্তর সম্পাদক জনাব নূর উদ্দিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন