শীতের হারানো খুশি
অরিজিৎ দেবনাথ
১০ম শ্রেণি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
শীতের পিঠা খেতে মিঠালাগছে খেতে ভালো
শীতটি যেন না চলে যায়
থাকবে সে কি আরো?
শীতের দিনে গ্রামের কথা
বেশি মনে পরে
ইচ্ছে করে গ্রামে গিয়ে
থাকতে শীতের দিনে।
শীতের সকাল গ্রামে সবাই
এতই মজা করে
ইচ্ছে করে দেখতে থাকি
দুটি নয়ন ভরে।
শীতের পিঠা গ্রামে এসে
খেতে লাগে ভালো
খেজুরের রস দিয়ে আমি
পিঠা খাবো আরো।
শীতের সকাল উঠে আমি
রস খুঁজতে যাই
এক হাঁড়ি রস পেলে
ছুটে নিয়ে পালাই।
জ্যোৎস্না রাতে আমরা সবাই
লুকোচুরি খেলি
সবাই মিলে একই সাথে
অনেক মজা করি।
শীতের মজাগুলো তুমি
দেখতে যদি চাও
একবার তুমি গ্রামের দিকে
চোখ ফিরিয়ে তাকাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন