আমাদের গ্রাম
মোহাম্মদ আবদুল্লাহ আল জাবের
শ্রেণিঃ ৭ম, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
আমাদের গ্রামখানি ছবির মতো,
গাছে গাছে ফুল ফল আছে আরো কতো।
খালে আছে বিলে আছে প্রচুর মাছ,
রোদের গরমে ছায়া দেয় গাছ।
গ্রামের শীতল বাতাস জুড়োয় সবার প্রাণ,
সকলের মুখে মুখে গান আর গান।
জেলেভাই ধরে মাছ নদীর দুই কূলে,
গাছগুলো ভরে আছে রঙিন ফুলে।
মাঠ ভরা সবুজ ফসলের হাসি,
আমাদের গ্রামটাকে অনেক ভালবাসি।
শ্রেণিঃ ৭ম, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
আমাদের গ্রামখানি ছবির মতো,
গাছে গাছে ফুল ফল আছে আরো কতো।
খালে আছে বিলে আছে প্রচুর মাছ,
রোদের গরমে ছায়া দেয় গাছ।
গ্রামের শীতল বাতাস জুড়োয় সবার প্রাণ,
সকলের মুখে মুখে গান আর গান।
জেলেভাই ধরে মাছ নদীর দুই কূলে,
গাছগুলো ভরে আছে রঙিন ফুলে।
মাঠ ভরা সবুজ ফসলের হাসি,
আমাদের গ্রামটাকে অনেক ভালবাসি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন