" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি
------------------- প্রবাল ভৌমিক, ১৯৯৮ ব্যাচ "আমি বাংলায় কথা বলি আমি বাংলার কথা বলি" তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে কলমের কালির পাশাপাশি কম্পিউটারের কি-বোর্ডকে যেমন অস্বীকার করার কোন সুযোগ নেই, তেমনি জ্ঞানের ভাণ্ডার হিসেবে বই এর পাশাপাশি অনলাইনভিত্তিক তথ্যভাণ্ডারও কম গুরুত্বপূর্ণ নয়। তবে শুরুতে কম্পিউটারের কি-বোর্ড শুধুমাত্র ইংরেজিতেই কথা বলত, আবার অনলাইন ভিত্তিক জ্ঞানের ভাণ্ডারকেও একসময় শুধুমাত্র ইংরেজিতেই কল্পনা করা যেত। সেকাল গেছে। আমাদের প্রাণের ভাষা বাংলা এখন কম্পিউটার এবং ইন্টারনেটে একটি বহুল ব্যবহৃত ভাষা। আমাদের মনের কথাটি এখন বাংলাতেই আমরা কি-বোর্ডে টাইপ করতে পারি; বাংলাতেই খুঁজে পাই যে কোন প্রয়োজনীয় তথ্য। আর এই জন্য যে দুজন ব্যক্তিকে বাঙ্গালী জাতি আজীবন স্মরণ রাখবে, তাদের একজন বিজয় কি-বোর্ড এর উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার এবং অন্যজন অভ্র কি-বোর্ড এর উদ্ভাবক জনাব মেহদী হাসান খান। বিজয় কি-বোর্ডঃ বিজয় কিবোর্ড হল মাইক্রোসফট উইন্ডোজ , ম্যাক ওএস এবং লিনাক্স -এ গ্রাফি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন