আমার প্রিয় খরগোশ
বিবি আছমা
শ্রেণিঃ ৮ম, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
আমার নাম আছমা। একদিন আমার বাবা আমার জন্য দুটি খরগোশ নিয়ে আসে। আমি খরগোশগুলোকে অনেক আদর করি। তাদের ঘাস খাওয়াই। আমি তাদের আমার পাশের রুমে রাখি। সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি খরগোশগুলো দেখি, তারপর তাদের খাওয়ার দেই। আমি তাদেরকে গোসল করাই। আমি এখন ওদের ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। স্কুলে যাওয়ার সময় তাদের সাথে কথা বলে যাই। আমি ওদের কথা বোঝার চেষ্টা করি। কিন্তু আমি ওদের ভাব দেখে সব বুঝি। ওরাও আমার কথা বুঝে। স্কুল থেকে বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে আমাদের বাড়ির ফুলের বাগানে ওদের ঘুরতে নিয়ে যাই। বাগানে ওরা ঘুরে ঘুরে খেলে। ওদের ঘুরার পর ঘরে ফিরে ওদের রেখে হাত মুখ ধুয়ে পড়তে বসি।
তারপর পড়ার টেবিল থেকে উঠে ওদের সাথে কথা বলি। তারপর তাদের খাওয়ার দিয়ে আমি খেতে বসি। খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে তাদের দেখে আসি এবং ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে আমি আবার ওদের সঙ্গী হই। তারা আমার প্রাণের চেয়েও প্রিয়। তাদের ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। এখন তারাই আমার প্রিয় বন্ধু।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন