ব্যথা
সাইফুল ইসলাম নাঈম
ব্যাচঃ ২০১০
ভাবতে চাইনা তবুও ভাবনার করিডোরে তুমি বাড়াবাড়ি রকম আনাগোনা করছো আমার খুব কষ্ট খুব ব্যথা বুঝলে! আমার ব্যথা ভালো লাগে না। চোখটা এখন মরা নদী হয়ে গেছে, পুরনো বালিশটা ফেলে দিয়েছি কেমন যেনো নোনা পানির ছাপ বসে আছে। দেখলে আবার ব্যাথা পাই; জানো! আমার ব্যথা ভালো লাগে না। ডায়েরীর প্রায় সব পাতাই এখন নেই সব তোমার আঁকা ছবি কবিতা গান নাম আরো কতকি। সব তুমি আর তুমি, দেয়ালটাও রঙ করাতে হয়েছে কিন্তু আমার ভেতরের রঙটা ছিনিয়ে নিয়েছো সেটা যদি শিশুর রঙে রাঙাতে পারতাম আচ্ছা ব্যথার রঙটা কি বলে গেলেনা! তুমি কি না বলে এই রঙটা আমার ভেতর ঢেলে দিয়েছো, এত ব্যথা! এত ব্যথা কেনো? এই ব্যাথা আমার ভালো লাগেনা, খুব কষ্ট ঘরে একটিও আয়না রাখিনি সেলাই করা বুক আর তোমারি আদরে সিক্ত হওয়া মুখ দেখতে ভালো লাগেনা। ভেতরটা নতুন করে ভেঙে পড়ে তোমার হাতের গোছানো চুল গুলা দেখলে। মরা নদীতে অসময়ের পানি দেখি কেমন একটা চাপা কষ্ট, অনেক ব্যথা! জানো! আমার ব্যথা ভালো লাগে না সাদা শার্টের যে কটা বোতাম খুলে আমার বুকে চুমু দিয়েছিলে
সব খুলে ফেলে নতুন বুতাম লাগিয়েছি ভাবছি আর ব্যথা পাবোনা কিন্তু আমি ব্যথা পাই আমার খুব চাপা একটা কষ্ট হয় বুঝলে! আমার ব্যথা ভালো লাগেনা। আচ্ছে আরেকবার কি আসবে কিছু সময়ের জন্য অনেক কিছুই করেছি,
এটা যায়না চাঁদের আলোতেও বাড়ে
খুব অন্ধকারেও বাড়ে মাঝ রাতে ঘুম ভাংলেও আমার ভাবনার বারান্দায় তুমি যাকে রেখে গেছো তাঁকে কি নিয়ে যাবে? তোমাকে থাকতে বলবোনা শুধু বলবো আমার ব্যথাটা দূর করে দাও বিশ্বাস করো আমার খুব কষ্ট এই ব্যথা আমার আর ভালো লাগেনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন