বাড়ছে পানি উপচে নদী
তাজনীন খানম অহনা
ষষ্ট শ্রেণি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
ঝর ঝর ঝর ঝরছে
বৃষ্টি সারা বেলা,
বাড়ছে পানি উপচে নদী
করবো নাকো হেলা।
বাঁধের উপর উঁচু স্থানে
উঠি সবাই মিলে,
বইখাতাও নিতে হবে
থাকবো নাকো ভুলে।
পানির ভিতর খেলাধুলা
বন্ধ একেবারে
রোগ জীবানু
পোকা-মাকড়
সাপও থাকতে পারে।
ছোট্ট শিশুর জন্য আছে
ডুবে যাওয়ার ভয়,
ছোট বড় সবাইকে তাই
সজাগ থাকতে হয়।
ষষ্ট শ্রেণি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
ঝর ঝর ঝর ঝরছে
বৃষ্টি সারা বেলা,
বাড়ছে পানি উপচে নদী
করবো নাকো হেলা।
বাঁধের উপর উঁচু স্থানে
উঠি সবাই মিলে,
বইখাতাও নিতে হবে
থাকবো নাকো ভুলে।
পানির ভিতর খেলাধুলা
বন্ধ একেবারে
রোগ জীবানু
পোকা-মাকড়
সাপও থাকতে পারে।
ছোট্ট শিশুর জন্য আছে
ডুবে যাওয়ার ভয়,
ছোট বড় সবাইকে তাই
সজাগ থাকতে হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন