স্বাধীনতা
মাসুমা আক্তার আইরিন
৭ম শ্রেণি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
পূর্ব পাকিস্তানে জ্বলছে আগুন
পুড়ছে ঘর বাড়ি,
মরছে মানুষ নির্বিচারে
শিশু পুরুষ নারী।
মন কাঁদে ভাই দেখে
লাশের সারি,
অবিবেচক রাজাকাররা মানবতা ভুলে
করছে খুনো-খুনি।
মানুষের দুঃখ দেখতে না পেরে
শেখ মুজিব করে প্রতিবাদ,
ডাক দিল বঙ্গবন্ধু
সাড়া দিল বাঙ্গালী।
শুরু হল যুদ্ধ
সাহস দিল মিত্ররা,
আশ্রয় দিল সাহস দিল
করলো সহযোগিতা।
রক্তক্ষয়ী যুদ্ধ হলো
পেলাম মোদের বাংলা,
স্বাধীনতা আর্জিত হলো
উড়ল লাল সবুজের পতাকা।
৭ম শ্রেণি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
পূর্ব পাকিস্তানে জ্বলছে আগুন
পুড়ছে ঘর বাড়ি,
মরছে মানুষ নির্বিচারে
শিশু পুরুষ নারী।
মন কাঁদে ভাই দেখে
লাশের সারি,
অবিবেচক রাজাকাররা মানবতা ভুলে
করছে খুনো-খুনি।
মানুষের দুঃখ দেখতে না পেরে
শেখ মুজিব করে প্রতিবাদ,
ডাক দিল বঙ্গবন্ধু
সাড়া দিল বাঙ্গালী।
শুরু হল যুদ্ধ
সাহস দিল মিত্ররা,
আশ্রয় দিল সাহস দিল
করলো সহযোগিতা।
রক্তক্ষয়ী যুদ্ধ হলো
পেলাম মোদের বাংলা,
স্বাধীনতা আর্জিত হলো
উড়ল লাল সবুজের পতাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন