একটি কুৎসিত গাছ

আরাফাত হোসেন (তাহসিন)
৭ম শ্রেণি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
একসময় এক বনে ছিল একটি কুৎসিত গাছ। গাছটির ডালপালা এবং কান্ড সবটাই ছিল আঁকাবাঁকা এবং গাছটি ছিল গর্তে ভরা। তবে সে এটা তার দুর্বলতা মনে করতো না। তার আশেপাশে অনেক গাছ; যেমনঃ লিচু, আম, পেয়ারা, কেওড়া, কড়ই, মেহগনি ইত্যাদি গাছগুলো সবসময় তাকে নিয়ে ঠাট্টা করতো। তারা তাকে নিয়ে হাসাহাসি করতো। তাকে নিয়ে বলতো, "বন্ধু, তুমি খুবই কুৎসিত, তুমি এই বনের সৌন্দর্য নষ্ট করছো।" সব গাছই নিজেদের সম্পর্কে বড়াই করতে লাগলো। 

কুৎসিত গাছটি চুপ করে থাকল। মনে মনে ভাবল, "সৃষ্টিকর্তা আমাকে এই কুৎসিত দেহ দিয়েছেন। নিশ্চয়ই এর পেছনে কোন না কোন কারণ আছে।" একদিন একদল কাঠুরে এল গাছ কাটতে। তারা কুৎসিত গাছটি দেখল এবং বলল, এই গাছটি তাদের কোন কাজেই আসবে না। তাই তার অন্য গাছগুলো কাটতে লাগলো। কাঠুরেরা অন্যসকল গাছ কেটে নিয়ে গেল। তখন গাছটি ভাবলো, "সৃষ্টিকর্তা নিশ্চয় যা করেন, ভালোর জন্য করেন।" 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ