পরম শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী এলেন, আমরা পুনরায় শেখলাম
মাষ্টার গিয়াস উদ্দিন ব্যাচ: ১৯৭৮ বোকামি ও অজ্ঞতার একটা সীমা-পরিসীমা আছে। কিন্তু ওই সীমানা অতিক্রমে আমি যে একেবারে মহাবোকার স্তরে চলে গেছি, তা ভাবতে আমার চরম দুঃখ ও লজ্জা হয়। এইতো সেদিন মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ বিদ্যালয়ের সুদীর্ঘ প্রায় চুয়ান্ন বছরের ব্যবধানে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ একটি দৃষ্টান্তমূলক নব ইতিহাস সৃষ্টি করলো। সেদিন এ পরিষদের উদ্যোগে অত্র বিদ্যালয়ের শুরু থেকে বিগত ২০১৮ পর্যন্ত যে পরম শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী মোমবাতি ও ধূপের মতো নিরবে জ্বলে সুবাসিত জ্ঞানের আলোয় হাজারো ছাত্রছাত্রীর সামগ্রিক জীবনটাকে করেছেন পূর্ণিমার চাঁদের অনাবিল কিরণে উদ্ভাসিত, সেই মহান শিক্ষাগুরুজনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মানসে আয়োজন করা হয়েছিলো শিক্ষক ও স্টাফ সম্মাননা ও স্মরণ সভা। সকাল নয়টার পর থেকে আমাদের প্রাক্তন সম্মানিত শিক্ষকমন্ডলী বিদ্যালয়ে আসতে শুরু করলেন। যাঁদের অনেককে দেখলে অবাক ও বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। কেউ শারীরিভাবে প্রায় দুর্বল, কেউ বয়সের ভারে চলাফেরায় প্রায় অপারগ। কিন্তু তাঁদের ভেতর লুকিয়ে আছে ২২/২৩ বছরের তরুন-...