শুভ ও সফল হোক ডাকসু নির্বাচন
মাষ্টার গিয়াস উদ্দিন ব্যাচঃ ১৯৭৮ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্রসংসদ তথা ডাকসু মানে এ বাংলা এবং বাঙালির রক্তাক্ত ও দুঃসাহসিক গর্বিত ইতিহাসের মহাভিত্তি। আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ধারক ও বাহক। সেদিনের ছাত্রনেতা ও সাধারণ ছাত্রছাত্রীদের জ্ঞানধ্যান ও বিজ্ঞোচিত দূরদর্শিতার কাছে পাকিস্তান সরকারের বাঘা বাঘা মন্ত্রী ও জেনারেলেরা চরমভাবে পরাজয় বরণ করেছিলো। তাঁরা বুঝতে পারলেন যে, সমগ্র বাঙালি জাতির উন্নতির পেছনে তার ভাষা, কৃষ্টিসভ্যতা ও সাহিত্য সংস্কৃতির বিকাশ ব্যতীত ভিন্ন কোন পথ নেই। অনেক বাগ-বিতন্ডা আর ঘাত-প্রতিঘাতের মাধ্যমে তাঁরা এসে দাঁড়ালেন ১৯৫২ সালের কোঠায়। এ ভাষা আন্দোলন ছিলো মূলতঃ সংস্কৃতির লড়াই। কিন্তু শেষ পর্যন্ত তা দাঁড়িয়ে গেলো মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আন্দোলনে। ভাষা আন্দোলনের মাধ্যমে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রসমাজ যে সংগ্রামের নবযাত্রা শুরু করলেন, পরবর্তীতে এ ডাকসু সৃষ্টির মধ্য দিয়ে তা আরো বেগবান হলো। ভাষাসহ সমগ্র বাঙালির সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার তীব্র আপোষহীন সংগ্রামে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্রসংসদ তথা ডাকসু ছিল জাতির...