জাতির জনক
মোঃ ফারহান তানভীন শুভ, নবম শ্রেণি
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জন্ম তাঁর ১৯২০ সালে
শ্রেষ্ঠ বাঙালি তিনি সর্বকালে।
মানুষের জন্য উজাড় ছিল তাঁর মন
মানুষের সেবা তিনি করেছেন সারাজীবন।
শীতকালে এক বুড়ি কাঁপছিল থরো থরো
নিজ চাদর দিয়ে তিনি বললেন, এই নাও তুমি পরো।
স্বাধীনতার যুদ্ধে যিনি করেছেন সংগ্রাম
তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
স্বাধীনতার ঘোষণায় যিনি সাহস যুগিয়েছেন মানুষের মনে
সারাজীবন তিনি বেঁচে থাকবেন মানুষের প্রাণে।
মৃত্যুকে তিনি পাননি কখনো ভয়
তিনি বাংলাদেশের মানুষের মন করেছেন জয়।
তিনি জানতেন মৃত্যু হবে একদিন না একদিন
মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেনা কেউ কোনদিন।
৭৫' সালে নেমে এলো এক ভয়াল শোক
তাঁকে স্বপরিবারে হত্যা করল কিছু বিশ্বাসঘাতক।
এই শোক ভুলবেনা কেউ কোনদিন,
বাঙালিরা বেঁচে থাকবে যতদিন।।
মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জন্ম তাঁর ১৯২০ সালে
শ্রেষ্ঠ বাঙালি তিনি সর্বকালে।
মানুষের জন্য উজাড় ছিল তাঁর মন
মানুষের সেবা তিনি করেছেন সারাজীবন।
শীতকালে এক বুড়ি কাঁপছিল থরো থরো
নিজ চাদর দিয়ে তিনি বললেন, এই নাও তুমি পরো।
স্বাধীনতার যুদ্ধে যিনি করেছেন সংগ্রাম
তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
স্বাধীনতার ঘোষণায় যিনি সাহস যুগিয়েছেন মানুষের মনে
সারাজীবন তিনি বেঁচে থাকবেন মানুষের প্রাণে।
মৃত্যুকে তিনি পাননি কখনো ভয়
তিনি বাংলাদেশের মানুষের মন করেছেন জয়।
তিনি জানতেন মৃত্যু হবে একদিন না একদিন
মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেনা কেউ কোনদিন।
৭৫' সালে নেমে এলো এক ভয়াল শোক
তাঁকে স্বপরিবারে হত্যা করল কিছু বিশ্বাসঘাতক।
এই শোক ভুলবেনা কেউ কোনদিন,
বাঙালিরা বেঁচে থাকবে যতদিন।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন