স্মৃতিবেদনা
>>>>>>>>>>> ড. ইউসুফ ইকবাল (১৯৮৭ ব্যাচ) মিরসরাই পাইলট হাই স্কুলের শিক্ষকদের খুব মনে পড়ে। মাধ্যমিকের ৫ বছরের শিক্ষাজীবনের প্রথম দিকে কিছুদিনের জন্য পেয়েছিলাম আহসানুল্লাহ স্যারকে। তখন তিনি বয়সের ভারে ন্যুব্জ। ইংরেজি পড়াতেন। পিতৃব্যদের কাছে শুনেছি তিনি ছিলেন কিংবদন্তিতূল্য শিক্ষক। মজিবুল হক স্যার ছিলেন ধার্মিক। একারণেই হয়ত ধর্ম পড়ানোর দায়িত্বে ছিলেন। অথচ মন উজাড় করে পড়াতেন বাংলা। সাহিত্য আর ব্যাকরণে তার পাণ্ডিত্য ছিল ঈর্ষণীয়। মনোবিলাস স্যারের চলন বলন ছিলো ধীর গতির। অথচ অবিশ্বাস্য দ্রুততায় পৌছে যেতেন বক্তব্যের কেন্দ্রে। তিনি গণিত পড়াতেন, বোঝাতেন, লিখাতেন। ব্ল্যাকবোর্ডে গণিতের সমাধান করতেন। কোনদিন দেখিনি কাটাকুটি করতে। ছাত্রদের প্রতি বাৎসল্য স্নেহ ছিল তরণিস্যারের। পেটের চামড়া টিপে শাস্তি দিতেন অবাধ্য ছাত্রকে। সে শাস্তি যতটা না কষ্টের ছিল তার চেয়ে বেশি ছিল আনন্দের। পুরো ক্লাস হো হো করে হেসে উঠত। মেশকাতের মতো ছাত্র আর পেলেন না বলে আক্ষেপ ছিলো তাঁর। শ্যামলস্যারের পড়ানোর ধরনটাই ছিলো স্বতন্ত্র। ক্লাসে ঢুকেই একটা হাসির গল্প বলতেন। এর পর পাঠে ঢুকতেন। আনন্...