ধ্বংস_হোক_আমার_কি....!!!!!
সাইফুল ইসলাম নাঈম, ব্যাচঃ ২০১০ পৃথিবীটা খুব সুন্দর, কিন্তু আমরা!! আমরা কি করছি!? ছোট্ট জীবনে বাসযোগ্য করার নামে দিনকে দিন তাঁকে হত্যা করছি আমাদের প্রয়োজনের বেশি লালসা এই সবুজ গ্রহটারে ধ্বংস করছি। ছোট্ট সময়ে - আমরা নদী দখল করছি, সাগর দখল করছি, অধিকার হরণ করছি, বন উজাড় করছি। বিশ্বাস করুন আমার বাড়ির পাশের পাহাড়গুলোকে এখন মৃত মনে হয়, যে বনে আমি আগে কত নাম না জানা গাছ লতাপাতাতে সাজানো দেখতাম এখন দেখি শুধু আকাশমণি ঠাঁই দাঁড়িয়ে। আমাদের লালসার স্বীকার হয়ে রুপ হারিয়ে মরেছে। কত কিছুই না করছি ছোট্ট সময়ে জাতি তৈরি করছি, বর্ণ তৈরি করছি, একি গ্রহে বাস করে আবার কাঁটা তারের বেড়া তৈরি করছি। একটা নীল আকাশের নিচে বাস করে আমরা কতই না মতভেদে জড়াচ্ছি। সম্পর্কে কাগজ ঢুকিয়ে দিচ্ছি। ভালোবাসায় প্রতারণার বিষ ঢালছি করছি পূজা, প্রার্থনা শব্দ নিয়ে হাঙ্গামা। বুঝছেন-?? আমরা ঝর্ণা ধারা দেখে ক্ষান্ত হইনি সেখানে মূত্র বিসর্জন করছি। আমরা শুধু বনের জীব, হরিণীর সৌন্দর্যে অভিভুত হয়ে থমকে যাইনি- তাঁর মাংসের স্বাদ নিতে স্ব-সব্যাস্ত হয়ে গেছি। আমরা শুধু মাটিতে ফসল ফলাতে শিখিনি- উর্বর মাটিতে বোমা ফ...