বন্ধন
জান্নাতুল কারিশমা (সিমী), ১০ম শ্রেণি মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বাবার সরকারী চাকরি হওয়ায় বাবাকে অনেকবার বদলি হতে হয়। আগে ছিলাম কুমিল্লায়, এখন ঢাকায়। আজকে নতুন বাসায় শিফট হচ্ছি। ঢাকায় আমি আগে অনেকবার এসেছি কিন্তু এবার পারমানেন্টলি এলাম। গাড়ি থেকে নামলাম। দেখি খুব বড় বিল্ডিং। গেট দিয়ে ঢুকতেই একটা বল আমার হাতের কাছে এসে পড়ল। বলটা মাটি থেকে তুলে নিয়ে এটিু সামনে এগুতেই দেখি একটি পাঁচ বা ছয় বছরের মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার নাম জিজ্ঞাসা করলাম কিন্তু সে আমার হাত খেকে বলটা নিয়ে দৌড়ে তার বাসায় ঢুকে পড়ল। এর মধ্যে মা আমাকে ডাকছে। মার ডাকে আমি বাসায় ঢুকে পড়লাম। এরপর মার সাথে ঘর ঠিক করার কাজে লাগালাম। এরপর নতুন ভার্সিটিতে ভর্তি আর নতুন জায়গায় এডজাস্ট করতে করতে সে মেয়েটির কথা খেয়ালই নেই। এখাবে প্রায় এক সপ্তাহ চলে গেল। একদিন ভার্সিটি থেকে বাসায় ফিরে দেখি আম্মুর সাথে একজন প্রতিবেশি দেখা করতে এসেছেন। তাকে সালাম দিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই দেখি সে বাচ্চাটা নির্দ্বিধায় আমাদের ড্রয়িং রুমে বসে মটু-পাতলু দেখছে। আমি তার পাশে গিয়ে বসলাম। তারপর তাকে তার নাম জিজ্ঞাসা করলাম। সে বলল তার ন...